Search
Close this search box.

বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস – ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে শহীদ মিনারে বিভিন্ন দপ্তর হতে ফুলের ডালা দিয়ে সন্মান জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার পরিচানায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনসহ থানা পুলিশ প্রশাসনের সালাম প্রদানের মাধ্যমে সন্মান জানানো হয়।

আজ শনিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা মোঃ মোসলেম ,মোঃজনাব আলী, মোঃখলিলুর রহমানসহ সদস্য্যগন,উপজেলা জামায়াতে আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আঃলতিফ মিয়া, বাঘা রিপোটার্স ক্লাব এর সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার,আব্দুল রহমান এছা এবং উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।