Search
Close this search box.

নওগাঁর নিয়ামতপুরে জিআর চালের ডিও বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড় দিন উদযাপন উপলক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে ৮০ জন উপকার ভোগীদের মাঝে জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ চাল বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।