নওগাঁর মান্দায় বিজয়ী ৫ম ও ৮ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে “মনোয়ারা বেগম স্মরণি স্টাইপেন্ড ও সনদ” বিতরণ করা হয়।
রোববার বেলা ১১ ঘটিকায় রেবা আখতার আলিম মাদ্রাসা হল রুমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মান্দা শাখার ব্যবস্থাপনায় সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ গফুর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে মনোয়ারা স্মরণি প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (অর্থনীতি বিভাগের) সাবেক প্রফেসর ড. আতাউল হক প্রামানিক উপস্থিত থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে কৃতিত্বের সনদ ও স্টাইপেন্ড তুলে দেন। যাহা শিক্ষার্থীদের প্রতিযোগিতার জগতে আরো একধাপ এগিয়ে নিবে বলে তিনি মন্তব্য করেন।
উপজেলার ৩৯ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে প্রকৃত মেধাবীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ পূর্বক মূল্যায়ন করা হয়। যা আগামী দিনে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব আরো বাড়িয়ে দিবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এহসান উল্লাহ, অধ্যক্ষ ড.মামুনুর রশিদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সুপারিনটেনডেন্ট মাওঃ আব্দুর রাকিব, প্রভাষক আ খ ম রাহাতুল্লাহ, প্রভাষক আব্দুল আলিম, সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ তমিজ উদ্দিন, ছাত্র অবিভাবক সাদিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির সম্মানার্থে বিজয়ী শিক্ষার্থীদের মধ্য হতে মানপত্র ও কবিতা আবৃত্তি করা হয়।
শেষে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।