তারকা সন্তানেরা সবসময় লাইমলাইটে থাকেন তাদের বাবা-মা এর সৌজন্যেই। গত কয়েক বছরে বলিউডে আত্মপ্রকাশ করেছে একঝাঁক স্টারকিড। যদিও সেগুলোর বেশিরভাগই মুক্তি পেয়েছে ওটিটি-তে।
তবে বক্স অফিসের সেই চাপ থেকে বাইরেই আছেন শাহরুখ কন্যা সুহানা খান। এছাড়াও আমির খানের পুত্র জুনায়েদ, শ্রীদেবী কন্যা খুশি কাপুরও এই চাপের বাইরে। তবে তাদের সামনে রয়েছে কঠিন লড়াই। কারণ, জমে উঠেছে জুনায়েদ-খুশির প্রেমলীলা! তবে তা স্বচক্ষে দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত।
জুনেইদ খানের প্রথম ওটিটি ছবি ‘মহারাজ’, অন্যদিকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে পথচলা শুরু হয়েছে খুশি কাপুরের। এবার একসঙ্গে বড়পর্দায় আমির পুত্র ও শ্রীদেবী কন্যা। লাল সিং চাড্ডা পরিচালক অদ্বৈত চন্দনের রোম্যান্টিক ছবিতে দেখা মিলবে দুজনের। অর্থাৎ বড়পর্দায় জমে উঠবে জুনায়েদ ও খুশির প্রেম।
অভিনয়ের অভিষেকেই জাত চেনাতে বাকি রাখেনি দুজনের কেউই। সেখানে জুনায়েদের অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে সবার, অন্যদিকে খুশি তার স্টাইলিশ অ্যাপিয়ারেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন।
জুনায়েদ-খুশির আসন্ন সেই ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে বড়পর্দায় তাদের প্রেমের পূর্ণতা কবে পাবে, সেই দিনক্ষণ জানিয়ে দিয়েছেন নির্মাতারা। জুনায়েদ-খুশি অভিনীত সেই ছবিটি মুক্তি আগামী ফেব্রুয়ারির ৭ তারিখ। অর্থাৎ, ভালোবাসা দিবসের আগেই আসছে এ ছবি। পোস্টারেই স্পষ্ট নিউ এজ লাভ স্টোরি হবে এই ছবি।