স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সাবেক সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সাবেক এই সচিব কারিগরি বিভাগের বিশাল ক্ষতি করেছেন বলে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তিনি কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব থাকা অবস্থায় চরম অনিয়ম ও দুর্নীতি করে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞার ভয়ে গভীর রাতে ফলাফল দিয়ে দ্রুত চাকরিতে যোগ দিতে প্রজ্ঞাপন জারি করেছেন। কারিগরির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক সচিব এই নিয়োগের ব্যাপারে খুব তাড়াহুড়ো করেছেন। কারিগরি বিভাগের সরকারি ৫০টি পলিটেকনিক ইনস্টিটিউটে মাত্র ২৭ দিনের মধ্যে ২২০০ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ দিয়ে গেছেন সাবেক এই সচিব। নিয়োগবিধি পরিবর্তন না করে, শুধুমাত্র বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করে কারিগরি পদে ননটেকনিক্যাল জনবল নিয়োগ দিয়েছেন। যাদের কারিগরি বিষয়ে দক্ষতা নেই, সে সকল জনবল দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যবহারিক ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ দিয়েছেন। সেই সময় ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে নাই।