Search
Close this search box.

এ কেমন বর্বরতা! আগুনে পুড়ে ছাই ১৭ ছাগল

ছবি- সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে এক ছালগের খামারে গভীর রাতেআগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এতে ১৭টি ছাগলসহ খামারটি পুড়ে যায়। সোমবার (১৪ অক্টোম্বর) দিবাগত রাতদেড়টার দিকে এই ঘটনা ঘটে। খামারের মালিক চান্দাখোলা গ্রামের বাসিন্দা রিপন মোল্লা বলেন, প্রতিদিনেরমতো সন্ধ্যারাতে ছাগলের খাবার,পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দেই। খামারের পাশেই আমারবসতঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত দেড়টার দিকে ছাগলগুলোর বিকট চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, উঠেদেখি আমার খামারটিতে আগুনে জ্বলছে। কোন একটা ছাগল বের করার মতো পরিস্থিতি ছিলো না। চোখেরসামনে আমার ১৭টি ছাগল ও খামারটি পুড়ে গেল।

রিপন অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী কিছু লোক শত্রুতা করে পেট্রোল ছিটিয়ে পরে আগুন ধরিয়েদিয়ে চলে গেছে। তার আলামতও পাওয়া গেছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, শুনে ঘটনাস্থলেগিয়েছি। খামারের মালিকের অভিযোগের বিষয়টি যাতে সঠিক তদন্ত হয়, প্রকৃতি অপরাধীরা শান্তির আওতায়আসে সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সুপারিশ করব।