Search
Close this search box.

ঢাকার তুরাগে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অপচেষ্টা 

ঢাকার তুরাগ এলাকায় সন্ত্রাসী কায়দায় জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। এই মাসের আট তারিখে তুরাগ থানার নলভোগ মৌজায় ঘটনা ঘটে।  অভিযোগ সূত্রে জানা যায় আলিম ও জুলকার নাইন নামের উত্তরার দুই ব্যবসায়ীর মালিকানাধীন দুই খন্ড জমি রয়েছে তুরাগের নলভোগ মৌজার ধরেঙ্গাগারটেক গ্রামে। সুন্দর পজিশন ও মূল্যবান জমি হওয়ায় স্থানীয় একটি দুর্বৃত্ত চক্রের নজরে পড়ে জমি দুইটি। আওয়ামী লীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর নাসিরের ছত্রচ্ছায়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতশ আলী ও আক্কাস আলী জমি দুইটি অপদখলের চেষ্টা চালায়। তারা বিভিন্ন সময় বাউন্ডারির বেড়া কেটে নিয়ে যায়, সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। জমির মালিক ও সম্ভাব্য ক্রেতাদের উপর হামলাও করা হয় । তখন তুরাগ থানায় অভিযোগ করে সাময়িকভাবে নিষ্কৃতি পান জমির মালিক আলিম ও জুলকার নাইন। 

গত ৫ই আওয়ামী লীগ সরকারের পতন হলে কাউন্সিলর নাসির আত্মগোপনে চলে যায়। কিন্তু আতশ আলী ও আক্কাস আলী স্থানীয় সন্ত্রাসীদের অন্য গ্রুপের সাথে সমঝোতা করে এলাকায় প্রভাব ধরে রাখে। সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী  ও দাগী আসামী সোহরাব ও বাবুল হোসেন এলাকায়  মাথাচাড়া দিয়ে ওঠে। তারা আতশ আলী ও আক্কাস আলীর দেখানো পথে ৩৩০৬  ৩৩০৯ নাম্বার সিটি দাগের দুই খন্ড জমি দখলের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক বাবুল ও সোহরাবের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী মাটি সাগর, মফিদুল ইসলাম সুমন, জাহিদুল আলমগীর ও আওয়ামী লীগের সন্ত্রাসী আতশ আলী ও আক্কাস আলী ওই দুই খন্ড জমির সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। সাইনবোর্ড ভাঙ্গার পর সোহরাব, বাবুল ও অন্যান্য সন্ত্রাসীরা জমির মালিক আলিম ও জুলকার নাইনের উদ্দেশ্যে হুমকি ধামকি ও গালিগালাজ করে। পরবর্তীতে চার- পাঁচ দিন আগে জমির মালিক আলিম ও জুলকার নাইন শ্রমিক নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে সোহরাব ও বাবুলের নেতৃত্ব সন্ত্রাসী মাটি সাগর, আক্কাস আলী, আতশ আলী, বাবুল সহ আরো কয়েকজন তাদের ধাওয়া করে ও হামলা করে। তখন আলিম, জুলকার নাইন ও শ্রমিকরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে জমির মালিক আলিম দৈনিক সংবাদ প্রবাহকে জানান, আমি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ইতোমধ্যে স্থানীয় আর্মি ক্যাম্প ও তুরাগ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। আশাকরি সন্ত্রাসীরা গ্রেফতার হবে। আইনের আওতায় আসবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।