সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা রেখে সঠিক পরিমাপে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের দাবিতে দেশব্যাপী স্বেচ্ছায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ হালকা মটর যান চালক মালিক ঐক্য পরিষদ। তাদের দাবি, অবৈধ সিএনজি পাচার রোধ করে নির্দিষ্ট নিয়ম মেনে গ্যাস সরবরাহ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং ভোক্তারা সঠিক সময়ে পর্যাপ্ত গ্যাস পাবেন।
আজ (৮ অক্টোবর ২০২৪) সকাল ৯:০০ থেকে রাজধানী কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে এই কর্মসূচি শুরু হয়। সেখানে বিভিন্ন জেলার হালকা মটরযান চালক, মালিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। তাদের প্রধান দাবি, ২৪ ঘন্টা খোলা রাখার মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং দূর্ঘটনা প্রবণতার ঝুঁকি কমিয়ে অবৈধ গ্যাস পাচার বন্ধ করা। এছাড়াও, তারা সঠিক পরিমাপে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি চান, যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হন।
তারা আরও বলেন, সিএনজি ফিলিং স্টেশনগুলোর পর্যাপ্ত নিরাপত্তা এবং সঠিক পরিমাপের যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হলে এই সমস্যা সমাধান হবে। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে সিএনজি গ্যাস সরবরাহে সংকট এবং অবৈধ চোরাচালানের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে।