Search
Close this search box.

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। ভেতরে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা তা খোঁজা হচ্ছে।

এর আগে এদিন দুপুর পৌনে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রথমে অনুরোধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যায়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়। 

পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পালাতে শুরু করে। সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশ কিছু শিক্ষার্থী। তাদের আটক করে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

উল্লেখ্য, এই শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছিল, সবগুলোতেই তারা ফেল করেছে।