শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় মান্দা উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টা থেকে ইনডেক্স টেকনিক্যাল (বিএম) এন্ড জেনারেল কলেজ কেন্দ্রে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে ৫ম শ্রেণির পরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেয়। আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫টি স্কুলের মোট ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আজিজ। তিনি বলেন, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।
কেন্দ্র সচিব ইনডেক্স ইন্টারন্যাশনাল স্কুল মাল্টিমিডিয়ার প্রধান শিক্ষিকা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মান্দা উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোসা: মুসলিমা খাতুন বলেন, প্রতি বছরের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মূল্যায়ন করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে ও ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইনডেক্স টেকনিক্যাল (বিএম) এন্ড জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন প্রামানিক, মুন মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ আয়নাল হক, ব্রাইট স্টার মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, হল সুপার শ্রী পরিমল চন্দ্র, কক্ষ পর্যবেক্ষক মোঃ জিল্লুর রহমান, মোছাঃ পারুল আক্তার, মোঃ নাঈম ইসলাম, মোছাঃ আসমা খাতুন, মোছাঃ সুফিয়া খাতুন, মোছাঃ তামান্না ইয়াসিন, মোছাঃ পারভিন আক্তার প্রমুখ।