Search
Close this search box.

বাংলাদেশ ১৪.৪ মিলিয়ন ডলার পরিশোধ করেছে গত (জুলাই-অক্টোবর) চার মাসে

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে প্রায় ১৪৪ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। একই সময়ে বিভিন্ন দাতা সংস্থা ও দেশ দিয়েছে ১২০ কোটি ২০ লাখ ডলার। তাতে অর্থ পাওয়ার চেয়ে ঋণ পরিশোধে সাড়ে ২৩ কোটি ডলার বেশি খরচ হয়েছে। এ সময় প্রতি মাসেই ঋণ ছাড়ের চেয়ে পরিশোধের পরিমাণ বেশি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-অক্টোবর মাসের বিদেশী ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন এ প্রকাশিত হয়েছে।

ইআরডি সূত্রে জানা গেছে, গত জুলাই-অক্টোবর মাসে ঋণ হিসেবে পাওয়া গেছে ১০১ কোটি ১৩ লাখ ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ১৯ কোটি ৯ লাখ ডলার। অন্যদিকে একই সময়ে ৮৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের আসল বাবদ এবং সুদ বাবদ ৫৪ কোটি ২৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে।

প্রকল্পের আওতায় বিদেশী ঋণসহায়তার প্রতিশ্রুতি কমে যাওয়ায় এখন বাজেট সহায়তা নেয়ার দিকে নজর দিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে গত কয়েক মাসে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলারের বাজেট সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে।