Search
Close this search box.

২০২৫ সালের জন্য হজের প্রাথমিক নিবন্ধন করার সময় বাড়লো

সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বরের পর সময়সীমা আর বাড়ানো হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় আরও বলেছে, এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আর হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

২০২৫ সালে হজের সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রমের শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এখন নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হলো।