Search
Close this search box.

ইশকন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। 

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাযের পর চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইসকন সংঘটিত সব অপরাধের সুষ্ঠু বিচার এবং সাম্প্রদায়িক উসকানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান। এই সময়ে বক্তারা বলেন- ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে।