হুমকি- ধমকি ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশায় সরিষা প্রেমাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পাংশার স্বনামধন্য শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে ও মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মতিউর রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। আমার শৈশব- কৈশোর এখানেই কেটেছে। আমি চাকরির কারণে দীর্ঘদিন দেশের নানা প্রান্তে থেকেছি। কিন্তু সবসময় এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। এখন আমার অখন্ড অবসর। মানুষের সুখে দুখে পাশে থাকতে চাই। পাংশায় যে হুমকি- ধমকি ও সন্ত্রাসের রাজত্ব আছে এটার অবসান ঘটাতে চাই। রাজনীতি করার স্বাধীনতা সবারই আছে। পাংশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এই জনজাগরণের মাধ্যমেই সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে।