Search
Close this search box.

গণপরিষদ অধ্যাদেশ জারি করতে হবে: চেয়ারম্যান, বাংলাদেশ সিটিজেন পার্টি

আজ (১ ডিসেম্বর) বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবিধান ও গণপরিষদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে জাতীয় প্রেসক্লাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট সার্জন জনাব ডা. আসলাম আল মেহেদী পিএইচডি। তিনি সংবিধান নিয়ে মূল্যবান মতামত উপস্থাপন করেন। তিনি বলেন- প্রথমে রাষ্ট্রপতিকে গণপরিষদ অধ্যাদেশ জারি করতে হবে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী নিয়ে একটি গণপরিষদ কমিটি গঠন করতে হবে। একটি গণভোট দিতে হবে হবে, পরে এই গণপরিষদ একটি সংবিধান তৈরি করবে। সংবিধান সংস্কার কমিটিকে বলতে চাই- বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য নতুন সংবিধান চাই। আর নতুন করে যেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য আমাদের নতুন সংবিধান প্রয়োজন।

বারবার জীবন দিয়ে স্বৈরশাসক পতন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, যেন কোনো স্বৈরশাসকের জন্ম হতে না পারে। আজ শুধু একটা পথ খোলা আছে, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল এবং নতুন সংবিধান প্রণয়ন করা। সংবিধানে রাষ্ট্রপতির জন্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবার বিধান রাখতে হবে। এজন্য ইস্পাত কঠিন আন্দোলন করতে হবে। তিনি আরও বলেন- ৫ আগস্ট আমাদের ভুল হয়েছিলো, সেদিন একটা সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা উচিৎ ছিলো, তবে সময় এখনো শেষ হয়ে যায় নাই।

বাংলাদেশ সিটিজেন পার্টির ষষ্ঠ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক রুহুল আমিন, প্রাক্তন চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ প্রাক্তন চেয়ারম্যান বার্ণ আ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রধান আলোচক অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও আলোচনা করেন ব্যারিস্টার শাহরিয়ার খান আবির, অ্যাডভোকেট মাসুদ রানা মোহাম্মদ হাফিজ প্রমুখ।