ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণিতে পড়া নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এসব তথ্য জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত সব প্রতিষ্ঠানে ২০২৪ খ্রিষ্টাব্দে ৭ম শ্রেণিতে (২০২৪ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইনে ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো।
নির্ধারিত তারিখের পর ৭ম শ্রেণিতে (২০২৩ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে রেজি.কৃত) কোনো অবস্থায় ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে না।