Search
Close this search box.

পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নানা কর্মসূচি পালিত হয়।
সোমবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা সেন, পুঠিয়া স্কাউট দলের সাধারণ সম্পাদক মকছেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকে দুর্নীতি দমন করতে হবে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিরুৎসাহিত করবেন।
এছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্তর থেকে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের হল রুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।