Search
Close this search box.

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার কমিটি গঠন


বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর পুঠিয়া শাখার কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সানশাইন ও বাংলাদেশ টুডে পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন ও পদ্মাটাইমস২৪ ডটকম পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট্য এই কমিটি গঠন করা হয়েছে। পুঠিয়া সংবাদিক সামাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে শনিবার দুপুরে পুঠিয়া সাংবাদিক সামাজের অফিস কক্ষে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক গণধ্বনি পত্রিকার সাংবাদিক এস,এম আব্দুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক কালবেলা ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাংবাদিক ইউনুছ আহম্মেদ শিশির, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মোঃ আবু সুফিয়ান(সুমন), ইনকিলাব পত্রিকার সাংবাদিক শেখ রেজাউল ইসলাম (লিটন), দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম (ডলার), সিডনি নিউজ২৪ ডটকম ও ফিনান্সিয়াল পোস্ট, পত্রিকার সাংবাদিক মোঃ সাজেদুর রহমান (জাহিদ) কে নির্বাহী সদস্য করা হয়েছে এবং
দৈনিক ভোরের কাগজ, পত্রিকার সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, এফ,এন,এস (নিউজ এজেন্সি) এস,এম হাসানুল ইসলাম(সেন্টু) ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ মাজিদুর রহমান (মাজদার) কে সাধারণ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।