নওগাঁর মান্দায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরায় ২ জন জেলেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের মোঃ আব্দুস সাত্তার ছেলে মোঃ সাদ্দাম হোসেনে (৩৩) মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন।
আজ মঙ্গলবার টাস্কফোর্স অভিজান পরিচালনা করে তেতুলিয়া ইউনিয়নের চৌজা মৌজার ইজারাকৃত বিল হিলনা থেকে অবৈধ কারেন্ট জাল ও চাইনা দুয়ারী জালসহ ২ জনকে আটক করে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ধারা ৩ লঙ্ঘনের অপরাধে মান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ইজারাকৃত বিল হিলনায় টাস্কফোর্স অভিজান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চাইনা দুয়ারী জালসহ ২ জনকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।