Search
Close this search box.

বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় কম্বল বিতরণ

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জন ডাঃ মোঃ আলমগীর হোসেন এর দাদা বাহার আলীর আত্মার মাগফিরাত কামনায় বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের পানিশাইল গ্রামের নিজ বাড়িতে ৭০০জন এতিম শিশুসহ শতাধিক অসহায় শীতার্ত নর-নারী ও এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাহার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিশু সার্জন ডাঃ মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাও মোঃ বাবুল হোসাইন।
বাহার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, আমার দাদা বাহার আলী আমৃত্যু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। তিনি আজীবন স্বপ্ন দেখতেন একটি সুখী সমৃদ্ধ এবং আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার। তার সেই স্বপ্নের পথ ধরেই এগিয়ে চলেছে বাহার আলী ফাউন্ডেশন। বাহার আলী ফাউন্ডেশন আর্থ সামাজিক উন্নয়ন সমাজ সংস্কার এবং পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতাসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো।
কম্বল বিতরণের আগে প্রয়াত চেয়ারম্যান বাহার আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।তীব্র শীতের এ সময়ে বাগমারা উপজেলার বিভিন্ন গ্রামের গরিব অসহায় রবিজান বেওয়া,ফরিদুল ইসলাম,মমিনুল ইসলাম বলেন, শীতের কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা বাহার আলীর জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহার আলী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ জাহাঙ্গীর আলম, সভাপতি আঃ লতিফ,সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক,দৈনিক সানশাইন পত্রিকার বাগমারা প্রতিনিধি আলমগীর হোসেন,সাংবাদিক হাফিজুর রহমান,বাগমারা উপজেল শ্রমিক কল্যান এর সভাপতি শাহিন আলম,বাসুপাড়া জামায়াতের আমীর মাইনুল ইসলাম,সাধারণ সম্পাদক আতাউর রহমান,নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মমতাজুর হোসেন,সাধারণ সম্পাদক মাষ্টার মামনুর রশিদ,আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন হোসেন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,গনিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মাহাবুবুর রহমান,বাগমারা উপজেলা সাবেক শিবির সভাপতি কামরুল ইসলাম,বাগমারা শিবির সভাপতি আঃ রাকিব, সাধারণ সম্পাদক মিকদাত হোসাইন,শ্রমিক নেতা মাস্টার আঃ রাজ্জাক ,জামায়াত কর্মী জাবের আলী উপস্থিত ছিলেন।