Search
Close this search box.

বাঘায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

রাজশাহীর বাঘায় ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় বাঘা উপজেলাধীন বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে থেকে ৩০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত হলেন বাঘা উপজেলাধীন পাকুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম রবিন (২৩)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২০ টায় বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ১৫ টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ পারভেজ (৩৬), পিতা-মৃত কালাম, সাং-পারসাওতা, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় আটককৃত মোঃ রবিউল ইসলাম রবিন ও পলাতক মোঃ পারভেজদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।