নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রী কলেজে ইংরেজি বর্ষবরণ ২০২৫ ও ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রচার র্যালী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উত্তরা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব হোসেন এর সভাপতিত্বে ৩০ বছর পূর্তিতে একটি প্রচার র্যালী কলেজ চত্বরে থেকে দেলুয়াবাড়ি বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রইস উদ্দিন জোয়াদ্দার, সদস্য মইনুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান, নরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন শাহ, বিএনপি নেতা আবু তালেব। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ : অধ্যাপক আলমগীর হোসেন জোয়াদ্দার, আইয়ুব আলী, আলহাজ্ব বাবুল হোসেন, গোলাম সাকলাইন, ফিরোজ আলী, প্রভাষক সিদ্দিকুর রহমান প্রমুখ।