Search
Close this search box.

নওগাঁর মান্দায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতিকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো,কেক কাটা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলার প্রসাদপুর বাজারে কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন প্রধান অতিথি ছিলেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, মাইনুল ইসলাম, কামরুল ইসলাম ও আকিব জাওয়াদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য তাহমিদ হোসেন অর্নব, উত্তরা কলেজ ছাত্রদলের আহবায়ক লিটন হোসেন প্রমুখ।