নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দূর্নীতিবাজ সহকারি প্রকৌশলী এস.এম. মিজানুর রহমানের অফিস ঘেরাও করে দ্রুত বদলী চেয়ে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষকেরা।
রবিবার বেলা ১১টায় উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সামনে তার বদলী চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা।
এসময় মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪৮৪ টি গভীর নলকুপের মধ্যে ৪৫৪ টি অপারেটর নিয়োগ ও সেচ্ছাচারিতার মাধ্যমে আ.লীগের লোকজনকে নিয়োগ দিয়ে ৭ লক্ষ ৬৪ হাজার টাকার নিয়োগ বানিজ্য করেছেন।
তিনি একজন আ.লীগের দোসর, তাকে দালাল মন্তব্য করে তার দ্রুত বদলী চেয়েছেন তারা।
প্রকৌশলীকে কঠোর হুশিয়ারী দিয়ে কৃষকরা বলেন,এক সপ্তাহের মধ্যে তার বদলী করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এক সপ্তার মধ্যে তার বদলি করতে হবে।
এ সময় মান্দা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিপু বলেন, গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম ঘোষ বাণিজ্য করে ১ সপ্তাহ ধরে তিনি অফিসে তালা মেরে পালিয়ে আছেন। অনিয়মের মূলহোতা দূর্নীতিবাজ প্রকৌশলীকে আর আমরা দেখতে চাই না। অচিরেই তার বদলী দিয়ে অপারেটর পূনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সহকারি প্রকৌশলী মিজানুর রহমান সংবাদ প্রবাহকে জানান ঘুষ, দুর্নিত, অনিয়ম সকল বিষয় মিথ্যা ও বানোয়াট। নীতিমালা অনুযায়ী ১৭ ও ১৮ জানুয়ারি ২৫ নিয়োগ বোর্ডের মাধ্যমে ১৪টি ইউনিয়নে ৪৫৪ জন অপারেটরকে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নিয়োগ বোর্ড আমি সহ বাকি সদস্যরা হলেন, রাজশাহী বিএমডিএ তত্ত্ববধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, নওগাঁ বিএমডিএ নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।