নওগাঁর মান্দায় ভুক্তভোগী কৃষকরা কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপের সেচকাজ পরিচালনার জন্য বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ সমবার বেলা ১১ টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের ভক্তভোগি কৃষকরা বিএমডিএ কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, আওয়ামীলীগের দোসররা ১৭ বছর ধরে তাদের ইচ্ছামতো বোরো মৌসুম বিঘা প্রতি ২ থেকে ৩ হাজার টাকা সেচের জন্য নির্ধারণ করতো। প্রতিবাদ করলেই আমাদের বিভিন্নভাবে নির্যাতন করতো। সেচ না দিয়ে ধান উৎপাদনের ব্যাপক ক্ষতিসাধন করতো।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী খান তিনি বলেন, কৃষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের সুবিধামতো গভীর নলকূপের সেচকাজ পরিচালনা করত। ফলে সাধারণ কৃষকরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতো। কৃষকরা যাতে আর বৈষম্যের শিকার না হয় সেজন্য কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপের শেষ কাজের পরিচালনা করতে পারে সেজন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা আর কোন বৈষম্যের শিকার হতে চাই না, সাধারণ কৃষকরা যেন কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপের সেচকাজ পরিচালনা করতে পারে।