আজ (৯ জানুয়ারী, ২০২৫) বিএনপির গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দীজীবন এবং তার জবানবন্দি নিয়ে প্রকাশিত “রাজবন্দীর জবানবন্দি” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করেন ইসমাইল জাবিউল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদুল ইসলাম বাবুল।
বইটি প্রকাশিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার ও সংগ্রাম করতে হয়েছে। একটি বই তৈরির পরিকল্পনা, পান্ডুলিপি লেখা, ছাপানোর জন্য ফান্ড কালেক্ট করা, ঢাকায় কোন প্রেস বইটি ছাপাতে অস্বীকার করার কারণে সিলেটে গিয়ে প্রকাশ করতে হয়।
বইটি প্রথম ছাপা হয়েছিলো ২০১৭ সালে। সেই সময়ে এই বইয়ের জন্য আমাদের অনেক অনলাইন এক্টিভিস্ট জেল খেটেছে ও অমানুষিক শারীরিক নির্যাতন সহ্য করেছে। এজন্য এই বইটি তাদের কষ্টার্জিত স্বপ্নের ফসল। বইটির প্রকাশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে রাজন, শিপন মোল্লা, শোভন ওয়াসিম ইফতেখার, হুমায়ুন কবীর, মিসবাহসহ আরও অনেকে। এদেরকে সার্বিক সহায়তা করেছেন অনলাইনের সমন্বয়ক কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।