Search
Close this search box.

আওয়ামীলীগ আমলে রিজার্ভ চুরির অর্থ ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে

আওয়ামী লীগের আমলে রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। মামলায় জিতে বাকি অর্থও ফেরানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ শনিবার রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। 

জুলাই বিপ্লবের পর এদেশের শ্রমজীবী প্রবাসী কর্মীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বৃদ্ধি করেছে। রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫০ কোটি ডলার এবং রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কাজের জন্য পাঠাতে পারলে আরও বেশি রেমিট্যান্স আনা সম্ভব।

তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে। সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশীরাও সহযোগিতা করছেন বলে জানান মনসুর।

গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) অন্যান্য সংস্থার সাথে আলাপ-আলোচনা হচ্ছে। বিদেশী আইনজীবীও নিয়োগ দেয়া হচ্ছে।

প্রসঙ্গত বিগত শেখ হাসিনার সরকারের আমলে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান ছিলেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা ঘটে।